লেখক : মো: রবিউল ইসলাম
28 তম অর্ধায়
বিদুষী মহিলার রুমালের কারামত
হযরত বড়পীর আবদুল কাদের জীলানি (র:) এর জীবনি গ্রন্থ হইতে জানা যায় যে তাহার উক্ত মাহফিলে একবার একজন বিদুষী মহিলার ওড়না অদৃশ্য হইয়া আসিয়া পড়িয়াছিল।আবার উহা শ্রতা মন্ডলির সম্মুখ হইতে নিমিষেই অদৃশ্য হইয়া গিয়াছিল।
ঘটনার বিস্তারিত :-
একদিন হযরত বড়পীর আবদুল কাদের জীলানি (র:) আল্লাহ প্রেমে ডুবিয়া বিভোর অবস্থায় জালালী মেজাজে মূল্যবান ওয়াজ করিতেছিলেন।তাহার কোনদিকেই খেয়াল ছিল না।এক সময় তাহার মাথার পাগড়ি জমিনে পরিয়া গেল।উপস্থীত শ্রোতামন্ডলি হযরত বড়পীর আবদুল কাদের জীলানি (র:) এর মাথায় পাগরি নাই উহা জমিনে পড়ে গেছে লক্ষ করিয়া তাহাদের নিজ নিজ পাগরি খুলিয়া জমিনে রাখিয়া দিল।যাহারা নিজ নিজ পাগরি মাটিতে রাখিলেন উহা করিলেন সম্মানার্থে আদব কায়দা পালনের জন্য।এক সময় ওয়াজ শেষ হইল।হযরত বড়পীর আবদুল কাদের জীলানি (র:) স্বীয় পাগড়ি তুলে নিলেন এবং শ্রোতামন্ডলিকে নিজ নিজ পাগরি তুলে নিয়ে পরিধান করতে আদেশ করিলেন।তাহার আদেশে সকলই নিজ নিজ টুপি ও পাগরি তুলিয়া নিলেন।কিন্তু সেখানে একখানি মাথা ঢাকিবার রুমাল পরিয়া রহিল।তাহা সকলেই দেখিতে পাইল।শ্রোতামন্ডলি রুমালখানা দেখিয়া অবাক হইলেন।কোথা হইতে এই রুমাল আসিল..? জনসমাবেশে কোন মহিলা উপস্থিত নাই অথচ মেয়েদের ব্যাবহার্য রুমাল জমিনে পরিয়া রহিয়াছে ইহা বিশ্ময়কর বটে।
এইরূপ ঘটনা দেখিয়া একে অন্যের সঙ্গে বিষয়টি লইয়া চুপি চুপি আলোচনা করিতে লাগিলে। নানা প্রশ্ন তাহাদের মধ্যে দেখা দিল।কিছুক্ষনের মধ্যেই দেখিল কাহারও হস্ত স্পর্শ ব্যাতিত রুমাল খানা নিমিষেই অদৃশ্য হইয়া গেল।
দ্বিতীয়বার এইরুপ কান্ড দেখিয়া শ্রোতামন্ডলি আরও অধিক বিস্মিত হইল।তাহাদের মধ্যে আবুল আল করিম (রহ:) নামে একজন লোক ছিলেন।তিনি রুমালের অদৃশ্য হওয়া দেখিয়া সাহস করিয়া বিনীত ভাবে হযরত বড়পীর আবদুল কাদের জীলানি (র:) এর নিকট আরজ করিলেন : হুজুর আমাদের এই ওয়াজ মাহফিলে কোন মহিলা দেখিতেছিনা কিন্তু কিছুক্ষন পূর্বে এইখানে একটা মহিলাদের ওড়না দেখিতে পাইলাম আবার নিমিষেই অদৃশ্য হইয়া গেল।মেহের বাণী করিয়া আমাদের উহার রহস্য বলিলেন...?
হযরত বড়পীর আবদুল কাদের জীলানি (র:) বলিলেন এখান হইতে নিকটবর্তী কোন অঞ্চলে কোন এক গৃহে একজন তাপসী মহিলা আছেন।সে নিজের গৃহে বসিয়া আমার ওয়াজ শুনতেছিল।যখন আমার মাথার পাগরি পরিয়া গিয়াছিল তখন তাহা দেখিয়া তোমরা যখন নিজ নিজ পাগড়ী আমার সম্মানার্থে খুলিয়া রাখিলে।তখন গৃহে বসিয়া তাহা অনুভব করিতে পারিল।সেও তাহার মাথার রুমাল খুলিয়া সম্মান প্রদর্শন করিল।যাহা এখানে তোমরা দেখিতে পাইলে।এখানে আসা উক্ত রুমাল আবার তাহার নিকট চলিয়া গিয়াছে।
হযরত বড়পীর আবদুল কাদের জীলানি (র:) এর জবানিতে রুমালের ঘটনা জানিতে পারিয়া সকলেই বিস্মিত হইয়া গেল।তাহারা উক্ত মহিলার তপস্যার প্রশংসা করিয়া মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করিল।
পরবর্তী অর্ধায়
দস্যু বিনাশ এবং জৈনক সওদাগরের প্রাণরক্ষা করিলেন হযরত বড়পীর আবদুল কাদের জীলানি (র:)
0 মন্তব্যসমূহ