আল-কুরআনের আলো

3 য় অর্ধায়। বড়পীর (রহঃ) এর বংশ তালিকা


Writer : Md: Robiul islam 

৩য় অর্ধায়। বড়পীর (রহঃ) এর বংশ তালিকা

পীরানে পীর দস্তগীর আউলিয়ায়ে আযম তাপস  চুড়ামনি হযরত (আঃ) কাদের জিলানী (রহঃ) মহানবী (সাঃ) এবংহযরত আলী (রাঃ) এর রক্তধারায় স্নান হইয়া বিশ্বে পদার্পন করেন।
তিনি উভয় দিক হইতে মহানবী (সাঃ) এর রক্তলাভ করিয়াছিলেন।

পিতৃকুলের পরিচয়:--
1.. হযরত শেরে খোদা হযরত আলী (রাঃ) তদীয় পুত্র
2.. হযরত ঈমাম হাসান(রাঃ) তদীয় পুত্র
3.. হযরত হাসান মোসান্নাহ (রহঃ) তদীয় পুত্র
4.. হযরত আব্দুল্লাহ আল মইজ (রহঃ) তদীয় পুত্র
5.. হযরত মূসা আল জোহন (রহঃ) তদীয় পুত্র
6.. হযরত আব্দুল্লাহ সানী (রহঃ) তদীয় পুত্র
7.. হযরত মূসা সানী(রহঃ) তদীয় পুত্র
8.. হযরত দাউদ(রহঃ) তদীয় পুত্র
9.. হযরত মুহাম্মদ (রহঃ) তদীয় পুত্র
10..হযরত ইয়াহইয়া (রহঃ) তদীয় পুত্র
11..হযরত আবু আব্দুল্লাহ(রহঃ) তদীয় পুত্র
12..হযরত আবু সালেহ মূসা (রহঃ) তদীয় পুত্র
13.. গাউসুল আজম পীরানে পীর হযরত আবদুল কাদের জিলানী (রহঃ)।
শেরে খোদা হযরত আলী (রাঃ) এর বংশের  অধঃস্তন দ্বাদশ তম পুরুষ হযরত আবদুল কাদের জিলানী (রহঃ)


৪র্থ অর্ধায় আবদুল কাদের(রহঃ) মতৃকুলের পরিচয়  পরতে   একানে ক্লিক করূন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ