আল-কুরআনের আলো

Md: Robiul islam আমি মোঃ রবিউল ইসলাম আমার ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম, আমি নিয়মিত পোষ্ট করে থাকি, আর নিয়মিত পোষ্ট-এর আপডেট পেতে এখনই আল-কুরআনের আলো �� ওয়েব পেজটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ।

4 র্থ অর্ধায় আবদুল কাদের(রহঃ) মতৃকুলের পরিচয়


লেখক :- মোঃ রবিউল ইসলাম

৪র্থ অর্ধায়  আবদুল কাদের(রহঃ) মতৃকুলের পরিচয়


*  গাউসুল আজম পীরানে পীর হযরত আবদুল কাদের জিলানী(রহঃ) এর মাতৃকুল ও হযরত আলী(রাঃ)এবং হযরত ফাতেমা (রাঃ)এর হইতে উৎসারিত হইয়াছে।

* নিন্মে মাতৃকুলের পরিচয় তুলে ধরা হলো:-
1.. শেরে খোদা হযরত আলী (রাঃ) তদিও পুত্র
2.. হযরত ইমাম হোসেন(রাঃ) তদিও পুত্র
 3.. হযরত ইমাম জয়নাল আবেদীন (রাঃ) তদিও পুত্র
4.. হযরত বাকের (রাঃ) তদিও পুত্র
5.. হযরত জফর (রাঃ) তদিও পুত্র
 6.. হযরত মুসা কাজিম(রাঃ) তদিও পুত্র
7.. হযরত আলীর জের(রাঃ) তদিও পুত্র
8.. হযরত আলী জওয়াদ (রাঃ) তদিও পুত্র
9.. হযরত আবু আলাউদ্দিন (রাঃ) তদিও পুত্র
10.. হযরত আবু আতা আবদুল্লাহ (রাঃ) তদিও পুত্র
11.. হযরত মুহাম্মদ (রাঃ) তদিও পুত্র
12.. হযরত আবু জামাল (রাঃ) তদিও পুত্র
13.. হযরত আবদুল্লা মাইমেরী (রহঃ) তদিও কন্যা
14..হযরত উম্মুল খায়ের ফাতেমা (রাঃ) তদিও পুত্র
15.. হযরত গাউসুল আজম পীরানে পীর আলি দস্তগীর হযরত আবদুল কাদের জিলানী (রহঃ)
আলী (রাঃ) এর চোদ্দতম পুরুষ।

হযরত আবু সালেহ মূসা (রহঃ) এবং মাতার নাম হযরত উম্মুল খায়ের ফাতেমা (রহঃ) মাতাপিতা উভয়েই হযরত আলী (রাঃ) এবং হযরত ফাতেমা (রাঃ) এর বংশধর।

অন্যদিকে হযরত ফাতেমা (রাঃ) মহানবি (সাঃ) এর  এবং হযরত খাদিজা (রাঃ) এর কন্যা।
হযরত আলী (রাঃ)এর দাদা ছিলেন মুতালিব আবার মহানবি (সাঃ)  এর দাদাও ছিলেন মুতালিব।

৫ ম অর্ধায় আবদুল কাদের জিলানী (রহঃ) আগমন সম্পর্কে অলি আল্লাহগনের ভবিষ্যৎ বানী   পরতে   একানে ক্লিক করূন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ