লেখক : মো: রবিউল ইসলাম
19 তম অর্ধায়
হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী(র:) এর কারামত
* অলী শ্রেষ্ট প্রখ্যাত আলেম হযরত আবদুল কাদের জীলানি (র:) ছিলেন কারামত শ্রেষ্ট অলী আল্লাহ।তিনী স্বাভাবিকভাবে দুনিয়ার দায়-দায়ীত্ব পালন করতেন। ঘর সংসার স্ত্রী পরিজন নিয়ে জীবন যাপন করিতেন। অধ্যাপনা ওয়াজ নসিহত করিয়া ইসলামের খিদমতে নিজেকে নিয়যিত রাখিতেন।কিন্তু ইহার মদ্ধে দিয়া তাহার আর একটি গুন প্রকাশিত হইয়াছিল যাহা সর্বকালের সকল অলী আল্লাহদের কছে ব্যাপক বিস্বৃতি ছিল।তাহা হইলো তাহার কারামত। যাহা তিনি জন্ম হইতেই দেখাইয়া আসিতেছেন।যেমন মাতৃগর্ভে থেকেই আঠারো পারা কোরআন মুখস্ত করিয়াছিলেন।যা স্বাভাবিক কোন বাচ্চার পক্ষে সম্ভব নহে।
তাহার গোটা জীবনের সাধনা,তপস্যার আলোকরশ্মি বিভিন্ন কারামতের মদ্ধদিয়া প্রকাশিত হইয়াছিল।অসংখ কারামত তাহার জীবনকে মহিমানিত্ব করিয়াছেন।এই সকল কারামতই বড়পীর (র:) এর জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ন দিক।তাহার সভস্ত কাজ কর্মের যাবতীয় ফলাফলকে কারামতগুলি ঢাকিয়া ফেলেছিল।অন্যদিকে কারামতগুলি সারা দুনিয়ার বিশ্বাসী -অবিশ্বাসিদের চোখের সামনে ইসলামের গুঢ় তত্বকে,ও মহান আল্লাহ তায়ালার অশেষ কুদরতকে প্রকাশ করিয়াছিল।তাই বড়পীর (র:) এর কারামতগুলি অধিক তাৎপর্যপূর্ন।
কারামত কি....?
কারামত হইতাছে এমন সব ঘটনা যাহা স্বাভাবিকভাবে ঘটিতে পারে এমন কোন মাধ্যম বা যুক্তি দ্বারা সমর্থন করা যায়না।অর্থাৎ অলৌকিক কর্মকাণ্ড।সটবাভীক নয় এমন কর্মকাণ্ডসমূহ।সহজ কথায় বলা হয় মানুষের দ্বারা যা ঘটা সম্ভব নয় তাহা যখন কোন মানুষের বেলায় ঘটে তখন তাহাকে কারামত বলে।নবী রাসূলগনের দ্বারা সংঘটিত এমন ঘটনাবলিকে মোজেযা বলা হইয়া থাকে।অলী আল্লাহ পীর দরবেশগন কর্তিক তাহা ঘটে তাহাকেই বলে কারামত।কারামত আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামত।
কারামত সম্পর্কে মুরতানুল আঊলিয়া হযরত বায়েজীদ বোস্তামী (রহ:) বলিয়াছেন যদি কেহ পাখীর ন্যায় আকাশে উড়িয়া বেড়ায় তাহাকে মনে করিওনা সে বুজর্গ হইয়া গিয়াছে।পাখির মতো উরিতে পারিলেই সে বুজর্গ হইতে পারেনা। তাহাকে পরিক্ষা করিয়া দেখিতে হইবে যে সে রাসূলুল্লাহ (সা:) এর নির্ধারিত সিমার মদ্ধে থাকিয়া কার্য সমাধান করিতেছে কি না।
হযরত বড়পীর একজন খাটি মুমিন বান্দা।তিনি সারাজীবন শরীয়তকে নিজের ভূষন করিয়া নিয়াছিলেন।শরিয়তের বিধি বিধানসহ রাসূল (সা:)এর সুন্নতের পয়গম্বর করিয়াছেন।তাহার পক্ষ হইতে যে সমস্ত অলৌকিক ঘটনা সংঘটিত হইয়াছে তাহাই সত্যিকার কারামত।।
আমরা তাহলে তাহার অসংখ্য কারামতের মধ্য হইতে কিছু সংখ্যক উদ্ধৃত করিলাম।পাঠকগন বড়পীর (র:) এর কারামতগুলি অনুধাবন করিতে পারিয়া বুঝিতে পারিবেন।গাউসুল আযম হযরত আবদুল কাদের জীলানি(র:) আল্লাহ পাকের কাছে কতটা প্রিয় বান্দা ছিলেন।
পরবর্তী অর্ধায়
কতিপয় আলেমের অলীয়ে কালেম স্বীকৃত প্রদান
0 মন্তব্যসমূহ